চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান অসুস্থ সাহেব ফকিরকে দেখতে গেলেন লাবু চৌধুরী
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরকে দেখতে তার গ্রামের বাড়ী বড় কুমারদিয়া গেলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু।
রোববার ঢাকা হতে সরাসরি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের বাড়ীতে যান শাহদাব আকবর চৌধুরী লাবু। তিনি অসুস্থ সাহেব ফকিরের পাশে বসে তার শরীরের খোঁজখবর নেন। এবং উন্নত চিকিৎসার আসস্থ করেন। কামরুজ্জামান সাহেব ফকির বেশ কিছুদিন অসুস্থ্য থাকায় ফরিদপুরে চিকিৎসাধীন ছিলেন। তিনি ডায়াবেটিস, হৃদরোগসহ নানা রোগে ভুগছেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন, যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফকির, সেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহি, মুহিদুল ইসলাম মুহিত, মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমান্ডের সভাপতি শওকত আলী মোল্যা, ইউপি সদস্য ইমারত হোসেন দুলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, যুব লীগ নেতা বিপ্লব ফকির, আব্দুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, লিটন মিয়া প্রমুখ। পরে সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু নগরকান্দায় আগামী ১২ সেপ্টেম্বর উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।