October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

1 min read

সালথ (ফরিদপুর) প্রতি‌নি‌ধিঃ

“বছরব্যাপী ফলচাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ফল মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাসের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের ফলচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস বলেন,
বসতবাড়ি এবং অনাবাদি পতিত জমিতে বিভিন্ন ধরনের ফল চাষ করে বছরব্যাপী পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ সম্ভব। এছাড়া বানিজ্যিক ভাবে ফল চাষের মাধ্যমে বেকার সমস্যা সমাধান ও কৃষিকে লাভজনক করতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফল চাষাবাদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে পরামর্শ প্রদান করছে।

ফল মেলায় আম, কাঁঠাল, আনারস, পেঁপে, তরমুজ, পেয়ারা, কলা, তাল, ড্রাগন, ডাব নারিকেল, মাল্টা, কদবেল, তেঁতুল, জামরুল প্রভৃতি ফলসহ সেখানে প্রায় ৩০ প্রজাতির ফল প্রদর্শন করা হয়। জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা এবং পুষ্টিমান সম্পন্ন নানান ধরনের ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.