নগরকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন বিএনপি ও সকল অংগ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ঝাটুরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান শরীফের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জ্বালানী তেল,বাস ভাড়াসহ সকল দ্রব্যমুল্য বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম এবং সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ- সভাপতি মাহবুব হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুব দলের সাবেক সভাপতি আলিমুজ্জামান সেলু, বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ গোলজার আহমদ , ফুলসুতি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামাল বতু, চরযশোরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দীন হেলাল , যুবদল নেতা মোমরেজ হোসেন, মুজিবর রহমান, রবিউল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল হোসেন, কলেজ ছাত্র দলের সদস্য সচিব আলী আকবর শরীফ আরমানসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।