নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় বিএনপি ও সকল অংগ সংগঠনের আয়োজনে দুই গ্রুপে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর নেতৃত্বে বেলা ১১ টায় উপজেলা সদরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উভয় গ্রুপেই হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহন করে। জ্বালানী তেল,বাস ভাড়াসহ সকল দ্রব্যমুল্য বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম এবং সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এসময় শামা ওবায়েদ ইসলাম রিংকুর গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান তালুকদার বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ- সভাপতি মাহবুব হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এ্যাডঃ হাফিজুর রহমান হাফিজ, কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা রফিকুল ইসলাম জাজরিছ মাতুব্বর, তারা মোল্যা, মোহাম্মদ আলী, রইস উদ্দীন চোকদার, যুবদল নেতা হেলাল উদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুূদ, রবিউল ইসলাম বাবু, মজিবর রহমান মাতুব্বর, শ্রমিক দল নেতা মাসুদুর রহমান মাসুদসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে শহিদুল ইসলাম বাবুল গ্রুপে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুজ্জামান অনু, আসাদুজ্জামান আসাদ, গোলাম মোস্তফা, মনিরুজ্জামান মনির, আইয়ুব আলী মুন্সী, বিল্লাল হোসেন মোল্যা, জিয়াউর রহমান, সাইফুল আলম শান্ত , জাহাঙ্গীর ইয়াদ, জাহিদুর রহমান জাহিদ, মোরাদ তালুকদার, অনিক, সিরাজুল ইসলাম, সেন্টু প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দরা বলেন সরকার বিএনপির নেতা কর্মিদের হত্যা করে যে আইন হাতে তুলে নিয়েছে তার বিচার একদিন এই মাটিতেই হবে। তেলসহ দ্রব্যমূল্যর উর্দ্ধোগতির জন্যই এই সরকারই দ্বায়ী। দেশের জনগণের কল্যানে সরকারকেই কাজ করতে হবে আর না পারলে ক্ষমতা ছাড়ার কঠোর হুশিয়ারী দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।