সালথায় ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় ইউনিয়ন পরিষদের কার্যাবলি, ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, গণশুনানি আয়োজন এবং স্থানীয় সম্পদ আহরণ/কর ধার্য ও আদায়, নারী উন্নয়ন ফোরাম, স্থায়ী কমিটি সক্রিয়করণ ও ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আটঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে পল্লীকবি জসীমউদ্দিন নাট্যগোষ্ঠীর পরিবেশনায় জনসচেতনতামূলক পথনাটক `বাল্য বিয়ের পরিনতি` পরিবেশিত হয়।
আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল হাসান খান (সোহাগ) এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার। এসময় আরও উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর, ইএএলজি, ইউএনডিপি মোঃ মনির হোসেন মজুমদার, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, ইউপি সচিব মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় বক্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন পাশাপাশি জনসাধারণের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেন।