সালথায় চাচিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযোগ তুলে নিতে বাদীকে হুমকি
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় চাচিকে ধর্ষনচেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সালথা থানায় অভিযোগ দিয়েছে গৃহবধু ঐ চাচি। ঘটনার ৭দিন পার হলেও এখনও তেমন কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। বিষয়টি নিয়ে এলাকাবাসিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। থানায় দেওয়া অভিযোগটি তুলে নিতে বাদীর পরিবার কে হুমকি দিচ্ছে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা।
জানা যায়, ভুক্তভূগি ঐ মহিলার স্বামী কৃষি কাজ করেন, ঐ মহিলা বাড়িতে বেশিরভাগ সময় একাই থাকেন। উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া এলাকার বাদশা শেখের ছেলে দুই সন্তানের জনক তুহিন শেখ (২৬) ঐ মহিলাকে প্রায়ই বিরক্ত করে আসছিলেন। ঘটনার দিন (১৬ আগষ্ট) সন্ধার পর গৃহবধু বাড়িতে একা ছিলেন, এসময় তুহিন শেখ ঐ গৃহবধুকে পেছন থেকে ঝাপটে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। মহিলা জোড়াজুড়ি করে ছুটে গেলে পুনরায় তুহিন শেখ শ্লীতাহানিসহ ধর্ষণ চেষ্টা চালায়।
এসময় গৃহবধু ভয় পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন এবং তুহিন শেখ পালিয়ে যায়। পরে গৃহবধুর স্বামী বাড়িতে আসলে বিস্তারিত জানালে পরদিন (১৭আগষ্ট) সন্ধায় সালথা থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভুগি ঐ গৃহবধু। ঘটনার ৭ দিন পার হলেও থানা পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। থানায় অভিযোগের পরই ঐ গৃহবধুর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে জানা যায়।
স্থানীয় কয়েকজন জানান, তুহিন শেখ দুষ্ট প্রকৃতির লোক, এর আগেও এমন কান্ড ঘটিয়েছে। আর ঐ গৃহবধু সম্পর্কে তুহিন শেখের চাচি হয়। তুহিন শেখের সঠিক বিচার চেয়েছে ঐ গৃহবধুর পরিবার ও স্থানীয়রা। এই বিষয়ে জানতে তুহিন শেখের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তুহিনের পরিবারের সদস্যরা এই ঘটনাকে মিথ্যা বলে দাবি করেছে।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদী বলেন, এমন কোন বিষয় আমার জানা নাই, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।