January 19, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

ফল ও শাক সবজি চাষ করে প্রশংসা কুড়াচ্ছেন কৃষকদলের কেন্দ্রীয় সম্পাদক শহিদুল ইসলাম বাবুল

বেলায়েত হোসেন লিটনঃ

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কোনাগ্রামে অবস্থিত নিজ বসতবাড়ির আঙ্গিনায় বিষ মুক্ত ফল ও শাক সবজি আবাদ করে রীতিমতো সাড়া ফেলেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
তিনি গতবছর করোনাকালীন সময়ে বাড়ির আঙ্গিনায় এসব ফল ও সবজির আবাদ শুরু করেন।
পরবর্তীতে সেখানে দেশি বিদেশি নানা প্রজাতির ফল ও শাক সবজি রোপন করে সফলতাও পেয়েছেন।
সময় পেলে এ পুরো বাগানের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা তিনি নিজেই করেন।
পরিবারের চাহিদা মেটাতে তার বাগানে রয়েছে প্রায় ৩০ প্রজাতির দেশি বিদেশি ফলমূল সহ নানান জাতের শাক সবজি। এর পাশাপাশি এখানে আছে বিভিন্ন প্রজাতির মশলা সহ ঔষধি গাছ।
রাজনৈতিক ব্যস্ততার মাঝে একটু সময় পেলেই তিনি শহরের কোলাহল ছেড়ে গ্রামে এসেই লেগে পরেন বাগান পরিচর্যার কাজে।
তিনি দাবী করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন কৃষি বান্ধব নেতা ছিলেন।
যার অনুপ্রেরনা, দেশপ্রেম ও আদর্শকে লালন করেই বাড়ির আঙ্গিনায় ফল ও সবজি বাগান গড়ে তুলেছেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি সকলকে এধরনে কৃষি আবাদ করার জন্যও অনুরোধ জানান। তিনি আরো বলেন ভেজাল ফলের জগতে নির্ভেজাল ফল শরীরের জন্য খুবই উপকারী। এতে নিজেদের যেমন পুষ্টির অভাব পুরোন হবে তেমনি বিক্রি করে লাভবান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.