নগরকান্দায় গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ – আহত ৫
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কম পক্ষে আহত হয়েছে ৫ জন। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে সলিথা গ্রামের জাহাঙ্গীর মোল্যা তার নিজ জমিতে গরুর খাদ্য ঘাসের চাষ করেছে। সেই ঘাস প্রতিবেসী নুর আলম মাষ্টার ও তার ভাই শাহ আলমের গরু প্রায়ই সময় ক্ষেতে গিয়ে খেয়ে ফেলে। একাধিক বার তাদেরকে জানালেও কোন কর্ণপাত করেনা নুর আলমরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার পুনঃরায় নুর আলম ও শাহ আলমের গরুতে ঘাস খাওয়ার সময় বাধা দিলে অতর্কিত ভাবে জাহাঙ্গীর মোল্যা, রেজাউল মোল্যা ও রাজিয়া বেগমকে মেরে গুরুতর ভাবে আহত করে নুর আলম, শাহ আলম ও তার লোকজন। জাহাঙ্গীর মোল্যা বলেন ওদের গরু দিয়ে আমার জমির ঘাস খাওয়া বারন করায় আমাকে, আমার ছেলে ও আমার স্ত্রীকে মেরে গুরুতর আহত করেছে। আমাদের হাসপাতালে ভর্তি করলে ওদের পক্ষের তিন জন অযথা হাসপাতালে ভর্তি হয়। এ রিপোর্ট তৈরী করা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।