নগরকান্দায় বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী পালিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার লস্করদিয়ায় কে এম ওবায়দুর রহমানের নিজ বাড়ী (ওবায়েদ মঞ্জিলে) বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয় । উপজেলা বিএনপির আয়োজনে, উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান তালুকদার বাবুল এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহ- সভাপতি আতিয়ার রহমান মোল্যা, সহ- সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ- সভাপতি রইস উদ্দীন চোকদার, সহ- সভাপতি মাহবুব আলী মিয়া, সহ- সভাপতি আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা হেলাল উদ্দীন হেলাল, রবিউল বাবুসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান। এছাড়া বেগম জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ দোয়ার ব্যাবস্থা করেন। সরকারের কাছে অনুরোধ জানান বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে কারাগার হতে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য।