ফরিদপুরে আওয়ামী মৎস্যজীবীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
1 min readফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ই আগষ্ট সোমবার দুপুরে ফরিদপুর শহরস্থ শামচুল উলুম এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে প্রায় ৫ শতাধিক এতিম শিশু ও শহরের বিভিন্ন এলাকায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সকালে আওয়ামী মৎস্যজীবীলীগ ফরিদপুর জেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় অসহায় ও এতিম শিশুদের মাাঝে খাবার তুলে দেন ফরিদপুর আওয়ামী মৎস্যজীবীলীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান। এসময় আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব ফরিদ মিয়া, যুগ্ম আহবায়ক মহিদুল মিয়া, উত্তম কুমার মালো, আব্দুল কুদ্দুস, মিজান তালুকদার প্রমূখ।