শোক দিবসে সালথায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দোয়া মাহফিল ও আলোচনা
1 min read
সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে সোমবার ১৫ই আগষ্ট বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার, মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদী, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জান-ই-মারজানা শারমিন।