সালথায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস-২০২২ পালিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ই আগষ্ট সোমবার উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে বেলা সাড়ে ১০ টায় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়, এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, সালথা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সালথা প্রেসক্লাব, উপজেলা অফিসার্স ক্লাব, এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এছাড়াও বিভিন্ন সরকারি ও অাধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, সামাজিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সালথা উপজেলা প্রশাসন এর আয়োজনে বেলা ১১টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এছাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মণ, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালিত হয়েছে।