নগরকান্দায় মৎস্যজীবিলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী মৎস্যজীবিলীগের আয়োজনে জাতীয় শোক দিবস (১৫ই আগষ্ট) পালন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে উপজেলার শশা গ্রামে জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান এর নিজ বাড়ীতে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি দেলোয়ার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তালুকদার, যুবলীগ নেতা শেখ জাহিদ, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান, মৎস্যজীবিলীগ নেতা কাজী সুমন, কাজী রাজু, রিজু খান, মাহমুদ হাসানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৫ আগষ্টের কর্মসুচী যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়।