ফরিদপুরে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাসেল স্কোয়ারে সোমবার বিকালে জেলা আওয়ামী মহিলালীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।” মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই শ্লোগানকে সামনে রেখে জেলা আওয়ামী মহিলালীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাব বোস, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, কেন্দ্রীয় মহিলালীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সহ- সভাপতি আনোয়ারা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, শহর আওয়ামীলীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ গোলাম নাসির, জেলা আওয়ামীলীগ সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ, জেলা পরিষদের সদস্য আঞ্জুমানয়ারা বেগম প্রমুখ। বক্তারা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ো আলোকপাত করেন। শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।