ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ওয়াহিদুজ্জামান

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সকল থানার মধ্যে জুলাই মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান।
সংশ্লিষ্ট সৃত্রে জানা যায়, ৭ আগস্ট রবিবার তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
এ উপলক্ষে মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার তাকে সম্মাননা স্মারক প্রদান ও পুরষ্কার দেওয়া হয়েছে।
পুলিশ সুপার আলীমুজ্জামান বলেন, জেলার থানাগুলির মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আমি মনে করছি।
এ প্রসঙ্গে ওসি ওয়াহিদুজ্জামান বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।