সালথায় পিসনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বড় খারদিয়া ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের উদ্যোগ ও নির্দেশনায় মা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে পিসনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৪ আগষ্ট)) বেলা ১১টায় অত্র বিদ্যালয়ের মাঠে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও পিসনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে মা সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বজলুর রহমান, বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা বেগম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মুকুল।
সমাবেশে বক্তারা শিক্ষা ক্ষেত্রে মায়ের অবদান তুলে ধরে বক্তব্য রাখেন, পাশাপাশি সন্তানের সু-শিক্ষার জন্য সকল মা কে আরও আন্তরিক হতে বলেন।