সালথায় লাউ ও সিম গাছের সাথে শত্রুতা: চাষির মাথায় হাত
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় কৃষকের প্রায় ২০ শতক জমির লাউ ও সিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, রুকমান মীরের স্ত্রী চায়না বেগম ও পরিবারের সদস্যরা মিলে ঝুনাখালি এলাকায় তাদের বাড়ির পাশে ২০ শতক জমি লিজ নিয়ে ঝাড় তৈরী করে লাউ ও সিম গাছ লাগায়। অল্প কিছুদিন পরই সিম ও লাউ ধরবে। দুর্বৃত্তরা রবিবার রাতের আঁধারে কোন এক সময় ঝাড় থেকে লাউ ও সিম গাছের গোড়া থেকে কর্তন করে রেখে যায়, দুর্বৃত্তদের হামলা থেকে রক্ষা পায় কয়েকটি ঝাড়। বাকি সব নেতিয়ে পড়েছে যা আর ভাল হবার সম্ভাবনা নেই, কিছু গাছ গোড়া থেকে আলাদা হয়ে গেছে।
চায়না বেগম বলেন, ওরা গত শুক্রবার আমার বাবাকে হুমকি দিয়ে গেছে, রাতের বেলা আমার খরের মাচায় আগুন দিয়েছে, সেই সাথে আবার আমাদের এত বড় ক্ষতি করলো, আমার ধরন্ত সিম গাছ ও বাড়ন্ত লাউ গাছ ওরা কেটে ফেলেছে। আমি ওদের নামে থানায় অভিযোগ দিব। আমি একবারে পথে বসে গেলাম। আমি এর বিচার চাই।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস বলেন, দূর্বৃত্তরা লাউ ও সিম গাছ কেটে নষ্ট করেছে এমন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে লোক পাঠাই। ফসলের সাথে শত্রুতা করা ঠিক হয় নাই, এই কারনে কৃষক ও দেশ দুটোই ক্ষতিগ্রস্থ হবে। চায়না বেগম কে ঐ জমিতে পুনরায় চাষাবাদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা কৃষি উপকরণ দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকব। উপজেলা প্রশাসনকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
সালথা থানার ২য় কর্মকর্তা এসআই আওলাদ হোসেন বলেন, বিষয়টা দুঃখজনক, এই বিষয়ে কেউ কোন অভিযোগ করে নাই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।