February 17, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় মু‌জিবব‌র্ষের ঘর পেল আরও ৯৮‌টি ভূ‌মিহীন ও গৃহহীন প‌রিবার

1 min read

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশত বার্ষিকী উপল‌ক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কর্তৃক ভূ‌মিহীন ও গৃহহীন প‌রিবার‌কে জ‌মিসহ ঘর গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। গণভবন থে‌কে সরাস‌রি ভি‌ডিও কনফা‌রেন্সের মাধ‌্যমে ২১জুলাই বৃহস্প‌তিবার বেলা ১০টায় ২৬২২৯ টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উ‌দ্বোধন ক‌রেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

ফরিদপু‌রের সালথায় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোছাঃ তাছ‌লিমা আকতারের সভাপ‌তি‌ত্বে শুভ উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাছ‌লিমা আ‌লী। উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রে উপ‌জেলা প্রশাসন সালথা।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌-চেয়ারম‌্যান রুপা বেগম, ভাওয়াল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফারুকুজ্জামান ফ‌কির মিয়া, আটঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান শ‌হিদুল হাসান খান (সোহাগ), বল্লভ‌দি ইউ‌পি চেয়ারম‌্যান খন্দকার সাইফুর রহমান শা‌হিন, মাঝার‌দিয়া ইউ‌পি চেয়ারম‌্যান আফসার মাতুব্বর, গ‌ট্টি ইউ‌পি হা‌বিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউ‌পি চেয়ারম‌্যান র‌ফিকুল ইসলাম প্রমূখ।

এছাড়াও উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা, জনপ্রতি‌নি‌ধি, স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ ও উপকার‌ভোগীরা উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা সহকারী শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।

প্রধানমন্ত্রীর আশ্রায়ণ পকল্প-২ এর আওতায় ৩য় পর্যা‌য়ের ২য় ধা‌পে ফ‌রিদপু‌রের সালথায় উপ‌জেলা ৯৮‌টি ভূমিহীন ও গৃহহীন প‌রিবার‌কে জ‌মিসহ গৃহের চা‌বি ও কাগজপত্র হস্তান্তর করা হয়। জ‌মিসহ গৃহ পে‌য়ে খু‌শি‌তে আত্মহারা উপ‌জেলার ৯৮‌টি প‌রিবার। গৃহ ছাড়াও এসকল প‌রিবার‌কে অন‌্যান‌্য নাগ‌রিক সু‌বিধা প্রদান করা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.