January 25, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

ফরিদপুরে সন্ত্রাসী হামলায় ভিটেহারা সবুজের পরিবার

ফরিদপুর প্রতিনিধিঃ

জমি সংক্রান্ত ব্যাপারে ৪৩ বছরের রেখা বেগমকে রক্তাক্ত জখম ও স্বামী নিখোজঁ এবং বাড়িঘরে হামলা। ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন লস্কারদি ইউনিয়ন হাসনহাটি গ্রামে,আহতের ছেলে সবুজ শেখ জানান, দীর্ঘদিন ধরে আমাদের পৈতৃক বাড়ি ভিটা দখল করার জন্য একই গ্রামের পতিপক্ষ মো: জাফর সরদার , আইয়ূব আলী সরদার , জিন্নাহ সরদার ,সাগর সরদার , জামাল শেখ , জাহাঙ্গীর শেখ , লাদেন সরদার, পিকুল সরদার , সিরাজ মোল্লাসহ অগাত্য নামা আরো ১০/১৫ জন ১৯/০৭/২২ তারিখ আনুমানিক সকাল ১০ ঘটিকায় উল্লেখিত সন্ত্রাসীগণ অর্তকৃত ভাবে হামলা চালিয়ে আমাদের বসত ঘর দো’চালা টি কুপিয়ে লঠি—শোটা দিয়ে পটিয়ে ঘরের চাল টিনসহ এবং আসবাপত্র খুলে নিয়ে যায়।আমার মা রেখা বেগম এবং আমি ঠেকাতে গেলে উল্লেখিত আসামীগণ আমার মা কে হাতুরি দিয়ে পিটিয়ে মাথা এবং হাত ভেঙ্গে রক্তাক্ত জখম করে এবং আমাদের পৈতৃক ভিটার আশ—পাশে আসলে খুন করে আমাদের লাশ গুম করার হুমকি প্রদান করে। আনুমানিক দুপুর ১২ টার দিকে ৯৯৯ এ ফোন করলে তাৎক্ষণিক নগরকান্দা থানা পুলিশ এলে উল্লেখিত সন্ত্রাসীগণ আমার পিতা লুৎফর শেখ (৫৫) কে নিয়ে পালিয়ে যায় ।এবং উপস্থিত নগরকান্দা থানা এসআই ইলিয়াস হোসেন ও তার টিমসহ স্থানীয়দের দুই ঘন্টার মধ্যে লুৎফর শেখকে ফিরিয়ে আনার জন্য সময় বেধেঁ দেয় কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধা ৭ ঘটিকা পার হলেও উক্ত লুৎফর শেখকে ফিরিয়ে দিয়া হয়নি। বিষয়টি নিয়ে লুৎফরের পরিবার বর্গ খুব দুচিন্তায় ভুগিতেছে । এদিকে উক্ত বাড়ির মালিক সবুজ শেখ ও তার পরিবারের লোকজন বাড়ি ছাড়া রহিয়াছে উল্লেখিত সন্ত্রাসীদের ভয়ে। খোলা আকাশের নিচে শুধু ভিটা ছাড়া আর কিছু নেই। গুরুতর জখম অবস্থায় আমার মা রেখা বেগম (৪৩) কে ফরিদপুর সদর হাসপাতালে স্থানীয়দের সহযোগীতায় ভর্তি করা হয়। উল্লেখ্য গত ১৮/০৭/২২ ইং তারিখে উপরেল্লেখিত সন্ত্রাসীদের বিভিন্ন হুমকি দামকি ও জীবনে মেরে ফেলবে এবং লাশ গুম করে ফেলবে এ ধরনের কথা আমাদের কানে আসার পরে, নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরী করি যার নং (৮০৮) থানার ডায়েরী সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন ১৪৪ নং হাসনহাটি মৌজার খতিয়ান নং—৭৪৯ বি এস নং—৩৪৯,১১ দাগে মোট সম্পত্তির পরিমান ০১ একর ৩৬.০০ শতাংশ দাবীকৃত সম্পত্তির পরিমান ৭৫.০০ শতাংশ। বর্নিত বাড়ীর জায়গা এবং নাল জমি সাব—কবলা মুলে মালিক হইয়া খাজনা খারিজসহ বাড়ী ঘর নিমার্ন করিয়া ভোগ দখল করিয়া আসিতেছি। বিবাদী। ১।মো: জামাল শেখ (৫০) ২।মো:জাহাঙ্গীর শেখ (৩৫) উভয় পিতা—মৃত রাজা শেখ, ৩। মো: মিথুন শেখ (২০), পিতা—মো:জামাল শেখ, ৪।মোছা:নাজমা বেগম(৪০), স্বামী মো: জামাল শেখ, সর্ব সাং –হাসনহাটি, থানা—নগরকান্দা ফরিদপুরগণের সহিত আমার স্বত্ব দখলীয় বাড়ীর জায়গা এবং জমি ভাগ নিয়া পূর্ব হইতে শত্রুতা কোন্দল চলিতেছে । উক্ত বিবাদিগণ এবং তাহাদের সহযোগী বিবাদীদের সহায়তায় আমার উক্ত বাড়ীর জায়গায় নিমার্ণকৃত টিনের ঘর ভাঙ্গিয়া ফেলিবে এবং আমার জমিতে থাকা সৃজিত এবং চাষাবাদকৃত পাট আমাকে কাটতে দিবে না বলিয়া এলাকায় প্রচার করিতেছে।আমি এবং আমার লোকজন অদ্য ১৮/০৭/২২ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় আমার উক্ত জমিতে থাকা সৃজিত এবং চাষাবাদকৃত পাট কাটতে গেলে বিবাদীগণ আমাকে পাট কাটতে বাধা প্রদান করে এবং লাঠি সোটা নিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করার জন্য পায়তারা করে। আমার শোর চিৎকারে আশ—পাশ হইতে সাক্ষী ১। মো:কাদের সরদার (৬০) , পিতামৃত মোতাহার সরদার, ২। মো:সজিব শেখ (২৪) , পিতা মো: লুৎফর শেখ, ৩।মো: লুৎফর শেখ (৫৫) , পিতা মৃত আমির উদ্দিন শেখ , সর্ব সাং— হাসনহাটি , থানা –নগরকান্দা , জেলা—ফরিদপুরগণ ঘটনার সত্যতা স্বীকার করিবে। আমি এবং আমার পরিবারের লোকজন পুনরায় উক্ত বিবাদী এবং তাহাদের সহযোগী লোকজনদের আমার ঘর ভাঙ্গা এবং জোর পূর্বক জবর দখল করার কাজে বাধা প্রদান করিতে গেলে মারপিট খুন জখম দাঙ্গা হাঙ্গামা ও আইন—শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা বিদ্যমান রহিয়াছে বলে থানায় জিডি করা হয় । উল্লেখিত ঘটনার সুস্থ তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.