বিয়েতে দাওয়াত না পেয়ে হামলা- ভাংচুর আহত ২৫
1 min read
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় বিয়েতে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দী গ্রামের জাকির মোল্লার ছেলে জুনাইদ মোল্লা গত ১২ জুলাই বিয়ে করেন। এই বিয়েতে গ্রামের সিরাজ মাতবর দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হন।
এর জেরে শুক্রবার সকালে সিরাজ মাতবর ও তার সমর্থকরা জুনাইদ মোল্লার ওপর হামলা চালায়।
হামলা থেকে বাঁচতে জুনাইদ দৌড়ে সিরাজ মাতবর প্রতিপক্ষ ইউসুফ মোল্লার বাড়িতে আশ্রয় নেয়।
এরপর সিরাজ মাতবর ও তার সমর্থকরা ইউসুফ মোল্লার বাড়ি-ঘর ভাঙচুর করে।
এই ঘটনার পর দুইপক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন।
সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকান ভাঙচুর এবং লুটপাট হয়।
সংঘর্ষের ঘটনায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।