সালথায় সেচ্ছাসেবী সংগঠন শান্তি’র আহ্বান এর ৩য় বর্ষ উৎযাপন
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘদিন ধরে চলে আসা দাঙ্গা-হাঙ্গামা থেকে মুক্ত করে আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে গঠিত শান্তির আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় বর্ষ পদার্পণ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়াম রুমে মিলন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎযাপন করা হয়েছে।
এসময় উপস্থিতি ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক- মুহাম্মাদ আবদুস সামাদ স্যার, আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল আলী, সালথা থানা এসআই আওলাদ হোসেনসহ বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষকগন।
বক্তারা এই সংগঠনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে সংগঠনকে বেগবান করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং সংগঠনের সার্বিক কাজে সহযোগিতার আশ্বাস দেন
শান্তির আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠন সালথা উপজেলাব্যাপী দাঙ্গা-হাঙ্গামা নিরসন এবং বিভিন্ন প্রকার স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে গত দুই বছর সালথা উপজেলার সর্বস্তরের মানুষের কাছে গ্রহনযোগ্যতা অর্জন করেছে।