নগরকান্দায় ফুটবল খেলায় অবিবাহিত একাদশ চ্যাম্পিয়ন
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের খালিখোলা মাঠে গোপালপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে সোমবার বিকালে বিবাহিত এবং অবিবাহিত একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রামনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারেজ প্রমানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান। এসময় আরো উপস্থিত ছিলেন মৎস্যজীবিলীগ নেতা আকবর হোসেন, মোহাম্মদ টগর, মিজানুর রহমান তালুকদার, মোঃ রিজু খান, রিপন মিয়া, যুবলীগ নেতা শেখ জাহিদ, ছাত্রলীগ নেতা কাজী তানভীর আহম্মদ আনিস, কাজী রাজু, কাজী সুমন, মাহমুদ হাসানসহ অন্যান্ন অতিথি বৃন্দ । খেলায় অবিবাহিত একাদশ ১-০ গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌর অর্জন করে। খেলার প্রথম অর্ধে একমাত্র গোলটি করতে সক্ষম হয় অবিবাহিত একাদশ। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ২১ ইঞ্চি টেলিভিশন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহানসহ অন্যান্ন অতিথি বৃন্দ। খেলায় ধারাভাষ্য প্রদান করেন মোঃ উজ্জল হোসেন। খেলাটি পরিচালনা করেন জসিম মিয়া।