November 8, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

ফ‌রিদপুর-২ আস‌নের সর্বস্ত‌রের জনগণ‌কে ঈদুল আযহার শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন আব্দুস সোবহান

1 min read

বি‌শেষ প্রতি‌নি‌ধিঃ

ফ‌রিদপুর-২ আস‌ন (নগরকান্দা-সালথা-কৃষ্ণপুর) এর সর্বস্ত‌রের জনগণ‌কে প‌বিত্র ঈদ-উল-আযহা শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন ফ‌রিদপু‌রে মানবতার ফে‌রিওয়ালা খ‌্যাত, দানবীর, ফ‌রিদপুর জেলা মৎজীবীলী‌গের আহ্বায়ক, রিয়া-রাা‌থিন গ্রু‌পের ব‌্যবস্থাপনা প‌রিচালক কাজী আব্দুস সোবহান। আসন্ন প‌বিত্র প‌বিত্র ঈদ-উল-আযহা উপল‌ক্ষে তি‌নি এই শুভেচ্ছা জানান।

এক শু‌ভেচ্ছা বার্তায় কাজী আব্দুস সোবহান ব‌লেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদ-উল-আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। আপ‌নি ও আপনার প‌রিবার কে মহান প‌বিত্র ঈদ-উল-আযহার প্রী‌তি ও শু‌ভেচ্ছা জানাই। ঈ‌দের আনন্দ ছ‌ড়ি‌য়ে পড়ুক সবার ম‌নে। ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.