নগরকান্দায় আবদুস সোবহানের রোগ মুক্তি কামনায় অসহায়দের মাঝে সমর্থকেদের মাংস বিতরণ
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক কাজী আবদুস সোবহান ও তার পরিবারের সু-স্বাস্থ্য কামনা করে ঈদের আগের দিন এলাকার গরিব দুঃখী মানুষের মাঝে গরু জবাই করে মাংস বিতরণ করেছে কাজী আবদুস সোবহানের এক সমর্থক ভাই কাজী জাফর আহমেদ।
আজ শনিবার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামের গরিব অসহায় মানুষের মাঝে এ মাংস বিতরণ কালে উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগ নেতা কাজী মাহবুবুল হাসান রাজু, জুলি আফরোজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুরবানী দিতে অক্ষম গরিব মানুষেরা ঈদের আগের দিন মাংস পেয়ে কাজী আবদুস সোবহানের পরিবারের জন্য প্রান খুলে দোয়া করেন। কাজী জাফর আহম্মদ বলেন কাজী আব্দুস সোবহান আমার চাচাতো ভাই। সে প্রায় সময় অসুস্থ থাকায় আমি ঈদের আগের দিন একটি গরু জবাই করে গরীব অসহায়দের মাঝে গোশত বিতরণ করেছি কাজী আব্দুস সোবহান ও তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে ( রোগ মুক্তির কামনায়)।