সালথায় আওয়ামীলীগ নেতার উপর হামলা
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা হামলা চালিয়ে আওয়ামীলীগ নেতার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন। আওয়ামীলীগ নেতার উপ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (৮জুলাই) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ বাজারে পাকা রাস্তার উপর এই হামলার ঘটনা ঘটে। হামলায় আওয়ামীলীগ নেতা গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ঐদিনই সালথা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
আহত আবু জাফর মোল্যা ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের মনোনিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সালথা উপজেলা গট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধরন সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামীলীগের এই নেতা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের মৃত অালী অাজগর মোল্যার ছেলে।
অাহত আবু জাফর মোল্যার স্ত্রী মহিমা সুলতানা শারমিন অভিযোগ করে বলেন, গ্রাম্য দলাদলি নিয়ে জয়ঝাপ গ্রামের ছায়েম মিয়া ওরফে টিটন মিয়ার সাথে অামাদের বিরোধ চলছিল। অামার স্বামী শুক্রবার বিকালে জয়ঝাপ বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার সময় জয়ঝাপ বাজারের পাকা রাস্তায় অাসলে ওৎপেতে থাকা ছায়েম মিয়া ওরফে টিটন মিয়া, শামিম মৃধা, সেলিম মৃধা, শহিদ কাজী, রইচ কাজী, এস্কেন্দার মৃধা, ওয়াহিদ কাজী, সাইম কাজীসহ ১০-১৫ জন তার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা লোহার রড, ধারালো ছ্যানদা, রামদা, হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলার কথা অস্বীকার করে ছায়েম মিয়া ওরফে টিটন বলেন, এ হামলার বিষয়ে আমি কিছুই জানি না। কারা হামলা করেছে তাও জানি না।
এই বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া বলেন, আবু জাফর মোল্যা গট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বাড়ি ফেরার পথে তার উপর যে হামলার ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদীক বলেন, হামলার ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।