সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২১-২০২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের সালথা উপজেলায় ৬শ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় প্রতিজন কৃষককে ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি করে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ প্রদান করা হয়েছে। চলতি বছর উপজেলায় ৬০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার এর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস।
এসময় এরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জয় সেন শুভ্র।