সড়ক পথে টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় নগরকান্দার জয়বাংলায় প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের শুভেচ্ছা
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে নিয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা বিশ্বরোড নামকস্থানে নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানায়। সোমবার সকালে ঢাকা থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় তার নির্বাচনী এলাকায় যান। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা। এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন প্রধান মন্ত্রীর পুত্র ও তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্ন সদস্যবৃন্দ।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া যাওয়া উপলক্ষে নগরকান্দার জয়বাংলা বিশ্বরোড নামকস্থানে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রধান মন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন উচিয়ে প্রধান মন্ত্রীর গাড়ী বহরকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, কাইচাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা হোসেন খান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা যুবলীগ নেতা আজাদ হোসেনসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ-উপলক্ষ্যে জয়বাংলা বিশ্বরোডে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। প্রধান মন্ত্রী শেখ হাসিনা একই দিনে বিকালে টুঙ্গিপাড়া হতে একই পথে ঢাকায় ফেরেন প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা।