নগরকান্দার চরযশোরদী ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিডির চাল বিতরণ

বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়ন পরিষদের আওতায় ৩৬৪ জন দুস্থ্য নারীদের মাঝে সম্পুর্ন সচ্ছতার মধ্যেদিয়ে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার প্রসাদ সরকার, চরযশোরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল আলম সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ।
চাল বিতরণকালে চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির বলেন, আমার ইউনিয়নের ৩৬৪ জন দুস্থ্য নারীদের মধ্যে ভিজিডির অধিনে আজকে এ চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীদের উপস্থিতিতেই এসব চাল বিতরণ করা হয়।