January 19, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু বকর মিয়া’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

1 min read

বেলায়েত হোসেন লিটনঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ফিউচার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফিউচার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, নগরকান্দা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ, সমাজ সংস্কারক মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু বকর মিয়া’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন মঙ্গলবার বাদ আছর নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাইয়াদুর রহমান বাবলুর সভাপতিত্বে ও সাংবাদিক শওকত আলী শরীফ এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এন এম আব্দুল্লাহ আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ফিরোজ লস্কার, নগরকান্দা মহাবিদ্যালয় এর প্রফেসর কাজী আফতাব হোসেন, লস্কারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, নগরকান্দা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, নগরকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জাহাঙ্গীর ইকবাল, আইনপুর আলিম মাদ্রাসার ভাইস- প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান, নিহতের বড় ছেলে ডাঃ মইনুল ইসলাম, ছাত্রলীগ নেতা আলামিন বাবু, নগরকান্দা উপজেলার আইফার প্রতিষ্ঠাতা নুরুল আমিন ও সুশীল সমাজের লোকজন।
স্মরণ সভায় মরহুম সাবেক অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা আবু বকর মিয়ার স্মৃতি নিয়ে আলোকপাত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.