ফরিদপুরে পদ্মা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুর সদরে পদ্মা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহরের পশ্চিম খাবাসপুরে আমীর আলী সড়কে এই হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়। ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিনান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হাসপাতালের শুভ উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইউসুফ আলী বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক সালমান মিয়া, পরিচালক মিতুল হোসেন, শাহীন হোসেন, রাশেদ হোসেন ও ছারোয়ার হোসেন প্রমুখ। পদ্মা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হবে। এছাড়া অত্যাধনিক চিকিৎসা যন্ত্রপাতি থাকবে এই হাসপাতালে। নিয়মিত রোগী দেখবে বিশেষজ্ঞ ডাক্তাররা। সকল ধরনের অপারেশন করা হবে এই হাসপাতালে। হাসপাতালের চেয়ারম্যান ইউসুফ আলী বিশ্বাস বলেন পরিস্কার পরিচ্ছন্ন এবং অত্যাধনিক চিকিৎসা প্রযুক্তি স্ব- স্ব বিভাগের অভিজ্ঞ লোকবল দিয়েই পরিচালিত হবে এই হাসপাতাল।