October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ‌গোল্ডকাপ ফুটবল টুর্ণা‌মে‌ন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত

1 min read

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ক্রীড়াই শ‌ক্তি ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল এই শ্লোগান‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ‌্যালয় ফুটবল টুর্ণা‌মেন্ট-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফ‌জিলাতু‌ন্নেসা গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ‌্যালয় ফুটবল টুর্ণা‌মেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা শিক্ষা অ‌ফিস সালথা এর আ‌য়োজ‌নে সোমবার (২৭ জুন) বিকা‌লে সালথা ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে এই ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়।

খেলায় সোনাপুর ইউ‌নিয়‌নের চাঁদপুর হোগলাকা‌ন্দি সরকা‌রি প্রা‌মিক বিদ‌্যালয়ের বা‌লিকারা – বল্লভদী ইউ‌নিয়‌নের কামাইদিয়‌া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের বা‌লিকা‌দের ট্রাই‌ব্রেকা‌রে ২-১ পরা‌জিত ক‌রে এবং রামকান্তপুর ইউ‌নিয়‌নের সালথা ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের বালকরা – ইউসুফ‌দিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের বালক‌দের ১-০ পরা‌জিত ক‌রে। খেলা শে‌ষে বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোছাঃ তাছ‌লিমা আকতা‌রের সভাপ‌তি‌ত্বে খেলায় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌-চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার মোঃ নিয়ামত হো‌সেন, উপ‌জেলা ইউআর‌সি এর ইনস‌ট্রেক্টর নু-আলম সে‌লি, সহকারী উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার বজলুর রহমান, কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, বল্লভদী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান খন্দকার সাইফুর রহমান শা‌হিন প্রমূখ। এছাড়াও উপ‌জেলা বি‌ভিন্ন প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক/শি‌ক্ষিকা এবং স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যক্তি বর্গ উপ‌স্থিত ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.