সালথায় বর্ণাঢ্য আয়োজনে আঃলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ সালথা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুন) সংগ্রাম, উন্নয়ন ও অর্জনের গৌরবময় ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে দিনের শুরুতে বেলা ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রথমে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, এরপর জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জালী নিবেদন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। কেক কাটা শেষে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরের সামনে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আ.লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, সাহিদুজ্জামান সাহিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, মোঃ শহিদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ ওয়াহিদুজ্জামান মিয়া, মোঃ আনোয়ার হোসেন মিয়া, আবু জাফর মোল্যা, রোমানুজ্জামান মিয়া, কাইয়ুম মোল্যা, মানোয়ার হোসেন প্রমূখ।
এছাড়াও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, শ্রমিকলীগ সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা মটর শ্রমিকলীগের সভাপতি মাহবুব হোসেন ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, প্রতিষ্টা লগ্ন থেকেই বাংলাদেশ আওয়ামীলীগ দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন, বঙ্গবন্ধু যমুনা সেতু, মেট্রোরেল, শতভাগ বিদ্যুৎ, পায়রা সেতু ও বন্দর, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর প্রদান, স্বপ্নের পদ্মাসেতু ও ডিজিটাল বাংলাদেশ সহ সর্বত্রই আজ আওয়ামীলীগের উন্নয়ন চোখে পড়ে।
বক্তারা আরও বলেন, ৫২ এর ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধ ও পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সকল সদস্য ও আওয়ামীলীগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত সকল নেতাকর্মীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে তাদের রুহের মাগফেরাত কামনা করছি। উন্নয়নের ধারা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংদসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহাদবি আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে সালথা উপজেলা আওয়ামীলীগ সদা প্রস্তুত রয়েছে।