February 18, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় দেশীয় প্রজা‌তির মাছ ও শামুক রক্ষায় দ‌রিদ্র জে‌লে‌দের মা‌ঝে উপকরণ বিতরণ

1 min read

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

২০২১-২০২২ অর্থবছ‌রে দেশীয় প্রজা‌তির মাছ এবং শামুুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় দ‌রিদ্র জে‌লে‌দের বিকল্প কর্মসংস্থা‌নের জন‌্য বি‌ভিন্ন উপকরণ বিতরণ করা হ‌য়ে‌ছে। উপ‌জেলা মৎস‌্য দপ্তর এর বাস্তবায়‌নে ও আ‌য়োজ‌নে সোমবার (২০জুন) বিকা‌লে উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে এই উপকরণ বিতরণ করা হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোছাঃ তাছ‌লিমা আকতা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ফ‌রিদপুর জেলা মৎস‌্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রা‌জিব রায়, গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাভলু, মাঠ সহায়ক আ‌মির হামজা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রেন মাঠ সহ‌য়াক কর্মী আ‌জিম সরদার।

এসময় উপ‌জেলার ২০ জন মৎস‌্যজীবীর মা‌ঝে ২০‌টি অ‌টো-ভ‌্যান বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.