ফরিদপুরের কানাইপুর বাজার কমিটির সেক্রেটারী তুষার খানের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার কমিটির সেক্রেটারী তুষার খানের বিরুদ্ধে বাজারে সরকার কর্তৃক উচ্ছেদকৃত জায়গায় পুনরায় পজিশন দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছেন কৃঞ্চনগর ইউনিয়নের মাংস ব্যবসায়ী মোঃ শাহাদাত শেখ। জানা যায়, কানাইপুর বাজার সেক্রেটার তুষার খান টাকা নিয়ে মাংস ব্যবসায়ী শাহাদাত শেখকে দোকান না দিয়ে বরং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেছেন বলে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন শাহাদাত শেখ। বাজার সেক্রেটারী তুষার খানের নিকট শাহাদাত টাকা ফেরত চাইলে তাকে টাকা ফেরত না দিয়া পুনরায় আরোও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এছাড়াও বাজার কমিটির সদস্য উসমান বেপারী , আজাদ শেখ , বিপ্লব শেখ, রেজাউল মুন্সিগনরাও শাহাদাত শেখ এর নিকট থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এদিকে মোঃ শাহাদাত শেখ মাংসের দোকান না করতে পেরে পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছেন।কানাইপুর বাজারের ব্যবসায়ী শাহজাহান শেখ , হেলাল মিয়াসহ নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানায়, কানাইপুর বাজার সেক্রেটারী তুষার খান সরকারি জায়গায় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়ে হাজার হাজার টাকা কামায় করেছে, অপরদিকে তিনিই আবার প্রশাসন দিয়ে ঐ ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ করে পুনরায় টাকা নিয়ে দোকান বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বাজার কমিটির সেক্রেটারী তুষার খানের উপযুক্ত বিচার দাবি করছি। যে সমস্ত ব্যবসায়ীরা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা প্রত্যেকের টাকা ফেরত পাই সেই ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট জোর দাবি জানাচ্ছি । এ বিষয়ে সেক্রেটারী তুষার খান এর স্থানীয় বাড়ি ভাটি কানাইপুর গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি । আগামী সংখ্যায় পড়ুন তুষারের অজানা আরোও কাহিনী ।