সালথায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় নবগঠিত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশনের উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন সালথা উপজেলা কমিটির আয়োজনে শুক্রবার (১৮ জুন) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত সালথা উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন শাখার সভাপতি আসাদুজ্জামান খান বাবুল এর সভাপতিত্বে সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মোঃ মাহবুব হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ খান রাজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ হুসাইন আলী ও আবু নাঈম, লিমন ইসলাম (শান্ত)।
এসময় আরও উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন,
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশনের উপজেলা শাখার সহ-সভাপতি শাওন শেখ, আকাইদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, ইব্রাহিম মোল্লা, আমিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজিব খান, ভাওয়াল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পাভেল ইসলাম সহ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশনের কর্মী শাহিন ইসলাম, নিলয় হোসেন, নাঈম হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক।
সভায় নবগঠিত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন উপজেলা শাখার সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, সবাইকে মুজিব আদর্শে সামনে দিকে এগিয়ে যেতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যেতে হবে।