March 20, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

নগরকান্দায় জেলা ক্রীড়ার উদ্যোগে ফুটবল খেলায় এম এন একাডেমি চ্যাম্পিয়ন

1 min read

বেলায়েত হোসেন লিটনঃ

ফরিদপুরের নগরকান্দায় জেলা ক্রীড়ার আয়োজনে চার দলীয় ফুটবল টুর্ণামেন্টে মহেন্দ্র নারায়ণ একাডেমি ( এম এন একাডেমি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার বিকালে এম এন একাডেমির মাঠে ফাইনাল খেলায় এম এন একাডেমি ৫-১ গোলে ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) এন এম আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সুমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ শাহীন সুলতান রাজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু। খেলা পরিচালনা করেন আবু ইউনুস খান, সহকারী ছিলেন ফয়সাল হোসেন ও মোঃ রাজু আহমেদ। খেলায় ধারাভাষ্য প্রদান করেন বেলায়েত হোসেন লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.