সালথায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
1 min read![](https://sodeshtribune.com/wp-content/uploads/2022/06/20220616_180547.jpg)
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১০টা থেকে দিন ব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায়- আশ্রায়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ এবং নারীর ক্ষমতায়ন এই বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে মতামত প্রকাশ করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ৬টি দলে ভাগ হয়ে আলোচিত এই উদ্যোগ গ্রহণে সমস্যা ও সমাধান এবং তা বহুল প্রচাররের জন্য করনীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হাসান, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার মাতুব্বর।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকরতা-কর্মচচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি উপস্থিত ছিলেন। কর্মশালার অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল।