চরভদ্রাসনের ২নং চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন
1 min read
সুলতান মোল্যাঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২নং চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন-১৫/৬/২০২২ বুধবার সম্পন্ন হয়েছে । এ নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজনেই স্বতন্ত্র প্রার্থী।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান বধু মৃধা ১৪০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
এর নিকটতম প্রতিদ্বন্দ্বি চরঝাউকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো:ফরহাদ হোসেন মৃধা পেয়েছেন ১২৬১ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মঞ্জুরুল আলম বুধবার রাত সাড়ে ৯টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬৫০। নির্বাচনে কাস্টিং ভোটার সংখ্যা ২৮২১।এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান বধু মৃধা পেয়েছেন ১৪০৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো:ফরহাদ হোসেন মৃধা পেয়েছেন ১২৬১ ভোট।
এ নির্বাচনে ১৫১ টি বাতিল ভোটে রয়েছে বলে জানা গেছে।