সালথায় তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্তত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “ধূমপান হইতে বিরত থাকুন ইহা শাস্তিযোগ্য অপরাধ” এই প্রত্রিদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় উুপজেলা পরিষদ সম্মেলন কক্ষ এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ্য কৃষ্ণচন্দ্র বর্মণ, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ্য মোঃ ওবায়দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, উপজেলা শিক্ষা অফিসার নিয়ামত হোসেন, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ধূমপানের কুফল সম্পর্কে আলোচনা করা হয় পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সকলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।