পদ্মাসেতুর উদ্বোধন ও প্রতিষ্ঠা বার্ষিকী: সালথায় আ:লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
আগামী ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২৫শে জুন বহুল কাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
সালথা উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার বেলা ১০টায় বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) এর বাসভবন রসুলপুর হামিদ মঞ্জিলে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সহসভাপতি মোঃ কাজী দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মুজিবুল হকসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বৃন্দ।
এছাড়াও উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহসভাপতি ওয়াসিম জাফর, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ২৫শে জুন আমাদের স্বপ্নের সেতু উদ্বোধন হবে। সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর চৌধুরী লাবু মামার নেতৃত্বে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাথে অংশগ্রহন করবো। এছাড়া যথাযোগ্য মর্যাদায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে।