দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ।
সোমবার(১৩) জুন সকাল ১০টায় দিকে হাসপাতাল রোডে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিয়া আকরামুজ্জামান.পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল হক রিপন,সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস,সাবেক যুবদলের সভাপতি আহমেদ সিকদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দাউদ প্রমূখ।