সালথায় কারিতাসের ত্রৈমাসিক সমন্বয় সভা-২০২২ অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় সরকারি, বেসরকারি ও প্রকল্পের অংশিদারগণের সাথে কারিতাসের ত্রৈমাসিক সমন্বয় সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বিদেশ থেকে ফিরে আসা বাংলাদেশী অভিবাসী (নারী/পুরুষ) শ্রমিকদের পুনর্বাসন সহায়তা প্রকল্পের আয়োজনে এবং কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের বাস্তবায়নে মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা মাঠ কর্মকর্তা জর্জ বৈরাগী এর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয়সেন শ্রুভ্র। এসময় আরও উপস্থিত ছিলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ইখতিয়ার লিটন, উপজেলা বন কর্মকর্তা তোরাপ হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা দিলীপ কুমার, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, প্যানেল চেয়ারম্যান আবু মোল্যা, নগরকান্দা উপজেলার কেইস ওয়ার্কার জুলিয়ানা মন্ডল প্রমূখ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সালথা উপজেলায় কারিতাস বাংলাদেশ থেকে উপকারভোগীরা উপস্থিত ছিলেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস কেইস ওয়ার্কার উচোমেন রাখাইন।
আর্থিক ও সামাজিকভাবে ঝুকিপূর্ণ বিদেশ ফেরত অভিবাসী নারী (৭৫%) ও পুরুষ (২৫%) শ্রমিকদের জীবিকা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষন ও আর্থিক সহায়তার মাধ্যমে স্থায়ী আর্থ সামাজিক উন্নয়নের চর্চা ও বাস্তবায়নের লক্ষ্যে ২০২০ সালের এপ্রিল মাস থেকে কাজ করে চলেছে কারিতাস বাংলাদেশ।