সালথায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকৃতির ঐক্যটানে টেকসই জীবন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে রবিবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের চত্বরে থেকে একটি র্যালি বের হয়ে সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয় সেন শুভ্র, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ এম আজিজুর রহমান আজিজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে বলেন পাশাপাশি বেশি করে গাছ লাগাতে ও পলিথিন বর্জন করতে বলেন।