প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বেলায়েত হোসেন লিটনঃ
প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান মিঠু’র আয়োজনে ও নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তার সাথে ছিলেন আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ। নগরকান্দা পেট্রোল পাম্প হতে বিক্ষোভ মিছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কামরুজ্জামান মিঠু বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ দেশের অবহেলিত জনগনের কল্যাণে কাজ করে থাকে। আর সেই নেত্রীকে হত্যার হুমকি দিয়ে এ দেশেই তার অবদানের শন্তিতেই বসবাস করছেন তারা। মিঠু আরো বলেন জননেত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।