প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: সালথায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার (৪ জুন) বিকাল ৪টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল রেব করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়মীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া। সমাবেশে আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদ বাদল হোসেন, মামুন মিয়া ও যুবলীগ নেতা মাহবুব হোসেন, সোহেল মাহমুদসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন- আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন হবে। এই উদ্বোধনের পরিপ্রেক্ষিতে জনগনের দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। পূর্বপাকিস্তান আমলেও আওয়ামীলীগকে ধ্বংশ করার চেষ্টা করে পারে নাই। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আওয়ামীলীগকে গদি থেকে নামানো যাবে না। একই সাথে প্রধানমন্ত্রীর উপর হত্যার হুমকি দাতার অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন বক্তারা।