নগরকান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বেলায়েত হোসেন লিটনঃ
প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে শনিবার সকালে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসাবে নগরকান্দা উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশাল মিছিল বের করে যুবলীগসহ অন্যান্ন সংগঠন। উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়। মিছিল টি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফকির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, যুবলীগ নেতা শামীম হোসেন, নিজাম নকীব, বাবুল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাহ সরদার, সাধারন সম্পাদক জিন্নাত আলী মুন্সি, উপজেলা ছাত্র লীগের সভাপতি চয়ন কুমার মন্ডল, সাধারন সম্পাদক ওমর ফারুক ফারহান প্রমুখ।