সালথায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে সোমবার ( ২৯ মে ) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মে মাসের এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদীক, সালথা সরকারি কলেজের অধ্যাক্ষ কৃষ্ণচন্দ্র বর্মণ, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাক্ষ মোঃ ওবআয়দুর রহমান, বিভাগদি শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যাক্ষ তারিকুল ইসলাম, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনপ্রতিনিধিসহ সবাইকে দায়িত্বশীল আচরণ করার কথা বলেন পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। বর্তমান সময়ে আইন শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে সেই বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার কথা বলেন।