সালথায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে (৩০ মে) সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান,সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদীক, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বারী, সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্লা প্রমুখ । এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় বক্তারা মনবদেহে ভিটামিন এ’র গুরুত্ব তুলে ধরেন। আগামী ১২ জুন শুরু করে ১৫ জুন পর্যন্ত সালথা উপজেলার ১৯৮ স্থানসহ প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। চলতি বছরে ৩০ হাজার ৯৭০ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ১৫৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল আর ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮১৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।