January 25, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনু‌ষ্ঠিত

1 min read

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নিধিঃ

ফরিদপুরের সালথা উপ‌জে‌লায় সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা নির্বাহী অ‌ফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা থানার এসআই মো গোলাম মোন্তাছির মারুফ, সালথা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ইকবাল হোসেনসহ উপজেলার সকল মসজিদের ইমাম ও ইসলামিক ফাউ‌ন্ডেশন এ কর্মরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা মডেল কেয়ার কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

সভায় বক্তারা বলেন- সন্ত্রাস-জঙ্গী দমনে ইমামদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। দেশের সন্ত্রাস, জঙ্গীবাদ দমনসহ প্রতিরোধে দেশের ইমামগন এবং খতিবরা যদি সচেতন হন তাহলে সমাজের যুব সমাজের মানুষরা সন্ত্রাস-জঙ্গীবাদ ও নৈরাজ্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হ‌বে। ইমামরা যদি প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে মুসল্লীদের সামনে সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন বা সকলকে সচেতন করেন, তাহলে এর বিস্তার ছড়াবে না। পাশাপাশি সালথার সহিংস কর্মকান্ডের বিরুদ্ধেও ইমামদের ভুমিকা রাখার আহ্বান জানানো হয়। অতীতে মসজিদের ইমাম ও খতিবরা সন্ত্রাস-জঙ্গী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখ‌নো রাখ‌বেন ব‌লে সক‌লেই আশা প্রকাশ ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.