সালথায় আদম শুমারি উপলক্ষ্যে উপজেলা শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে ফরিদপুরের সালথায় উপজেলা শুমারি/জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জনশুমারি আয়োজন সমৃদ্ধি ও উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে (২৯ মে ) বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা থানার অপারেশন অফিসার এস আই গোলাম মোন্তাসির মারুফ, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা, বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খকন্দকার সাইফুর রহমান শাহিন, উপজেলা পরিসখ্যান তদন্তকারী কর্মকর্তা নাইম হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসখ্যান অফিসার মোঃ রুহুল আমিন।
অবহিতকরণ সভায় আগামী ১৫জুন থেকে ২১জুন পর্যন্ত জনশুমারি চলবে, উক্ত সময়ে সবাইকে গণনাকারী কে সঠিক ও নির্ভুল তথ্যদিয়ে সার্বিক সহযোগিতা করার কথা বলা হয়।